Pin post

Why this Blog?

এই ব্লগে আপনি কিছু সহজ সংক্ষিপ্ত টিউটোরিয়াল বা নির্দেশনা পাবেন । যা আপনার নানা রকম সমাধান দিবে বলে আশাকরি আমাদের প্রোগ্রামিং সংশ্লিষ্ট ব্লক...

৩১.১২.১৮

জ্যাঙ্গো প্রজেক্ট ১ (ব্লগ তৈরী করা) [এখান থেকে প্রজেক্ট শুরু করুন ]

|| This post is for Django version 3, New post will coming with Django Version 4. ||

জ্যাঙ্গোতে প্রজেক্ট করা শিখতে স্টেপ বাই স্টেপ আমরা একটি ব্লগ তৈরী করবো।


আপনার পাইথন ও জ্যাঙ্গো ইনস্টল থাকলে আপনি এবার প্রজেক্ট শুরু করতে পারেন।

প্রজেক্ট শুরু করতে আপনি যে ড্রাইভে প্রজেক্টটি করবেন সেই ড্রাইভে প্রবেশ করতে কমান্ড দিন।
যেমন আমি F ড্রাইভে প্রজেক্টটি রাখবো। তাই F: দিয়ে ঐ ড্রাইভে প্রবেশ করলাম। (চিত্রের প্রথম লাইন)
তারপর প্রজেক্ট তৈরী করবো, ধরুন mysite নামে প্রজেক্ট করবো।
এই মাই সাইট প্রজেক্টের আওতায় অনেক কিছুই থাকতে পারে, Blog, E-commerce, Music store, Movie site সহ অনেক এ্যাপ।

সুতরাং আমি mysite প্রজেক্ট শুরু করবো।

1
django-admin startproject mysite

 লিখে ইন্টার দিলে চিত্রের মত কিছুই দেখাবে না।
কিন্তু আপনার প্রজেক্ট তৈরী। আপনি আপনার সিলেক্টেড ড্রাই ভে গিয়ে দেখুন মাইসাইট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং ঐ ফোল্ডারের ভেতর mysite ফোল্ডার manage.py ফাইল এবং db.sqlite3 নামক ডাটাবেজ ফাইল তৈরী হয়েছে।
এবার আপনি ‍আপনার mysite ফোল্ডারে প্রবেশ করুন  cd mysite লিখে ইন্টার দিন।
{ ls লিখে ইন্টার দিলে আপনার ফোল্ডারে কি কি ফাইলে আছে তা দেখাবে।}
এখন দেখবো আসলেই কি মাই সাইট তৈরী হয়েছে নাকি...
তাই  python manage.py runserver লিখে ইন্টার দিন।









সেখান হতে কপি করে অথবা নিজেই ব্রাউজারে লিখুন  http://127.0.0.1:8000/
এবং দেখুন এভাবে অভিনন্দন জানাচ্ছে।

অভিনন্দন গ্রহন করুন এবং আপনি সফলতার সাথে এগিয়ে চলেছেন।
এরপর আমরা আমাদের প্রজেক্টের আরেক ধাপ এগিয়ে নেক্সট পোষ্টে দেখবো কিভাবে প্রজেক্টের ব্লগ এ্যাপ তৈরী করে।



ব্রাউজারে সাইট দেখতে প্রতিবার কোডিংশেষে সার্ভার রান করতে হবে।
তাই বারবার সার্ভার রান করার ঝামেলা থেকে বাঁচতে।
 আপনি mysite ফোল্ডারে নিজে আরেকটি runserver.bat ফাইল তৈরী করুন,
ফাইলটি কিভাবে তৈরী করবেনঃ প্রথমে রাইট বাটন থেকে যেভাবে নিউ ফোল্ডার তৈরী করেন সেভাবেই  টেক্সট ডকুমেন্ট নিন এবং .txt সহ কেটে দিন এবং লিখুন runserver.bat এবং রি-নেইম করুন। [ওয়ার্নিং দেবে ইয়েস দিয়ে কনফার্ম করুন]
এবার  runserver.bat ফাইলটি সিলেক্ট করে রাইট বাটন হতে এডিটে যান,
তারপর সেখানে লিখুন python manage.py runserver
এবার সেইভ করুন।

এবার রানসার্ভার ওপেন করুন... দেখুন সার্ভার ওপেন হয়েছে,
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন