জ্যাঙ্গো হচ্ছে পাইথন দ্বারা নির্মিত একটি মুক্ত প্রযুক্তির( Free and open source) ওয়েব এপলিকেশন ফ্রেমওয়ার্ক । এটি আবিষ্কৃত হয়েছিল ২০০৩ সালে Lawrence Journal-World পত্রিকার Application Developer দের হাত ধরে। পত্রিকার সংক্ষিপ্ত ডেডলাইনকে সামনে রেখে ডেভেলপারদের চাহিদা পূরন করতেই Django আবিষ্কার।
Django এর সহযোগী আবিষ্কারক Simon Wilson বলেন, “জ্যাঙ্গো আবিষ্কার করা হয় যখন তিনি ২০০৩ সালে Adrian Holovaty ‘Lawrence Journal-World newspaper’ এ কাজ করতেন”।
Adrian Holovaty এবং Simon ইতমধ্যে Lawrance.com তৈরী করেছিলেন PHP দিয়ে, ও Adrian Holovaty ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্য PHP ডেভেলপার ছিলেন। তিনি বলেন, ” PHP দিয়ে বড় সাইট মেইন্টেইন করতে গিয়ে আমরা উভয়েই বিরক্ত ছিলাম, আমরা উভয়ের পাইথনের ভক্ত ছিলাম এবং ধন্যবাদ Mark Pilgrim কে তার Dive Into Python বইটির জন্য” ।
Django এর সহযোগী আবিষ্কারক Simon Wilson বলেন, “জ্যাঙ্গো আবিষ্কার করা হয় যখন তিনি ২০০৩ সালে Adrian Holovaty ‘Lawrence Journal-World newspaper’ এ কাজ করতেন”।
Adrian Holovaty এবং Simon ইতমধ্যে Lawrance.com তৈরী করেছিলেন PHP দিয়ে, ও Adrian Holovaty ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্য PHP ডেভেলপার ছিলেন। তিনি বলেন, ” PHP দিয়ে বড় সাইট মেইন্টেইন করতে গিয়ে আমরা উভয়েই বিরক্ত ছিলাম, আমরা উভয়ের পাইথনের ভক্ত ছিলাম এবং ধন্যবাদ Mark Pilgrim কে তার Dive Into Python বইটির জন্য” ।
জ্যাঙ্গো ব্যাবহার করে নির্মিত সাইটঃ
- Disqus
- Knight Foundation
- MacArthur Foundation
- Mozilla
- National Geographic
- Open Knowledge Foundation
- Open Stack
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন