Pin post

Why this Blog?

এই ব্লগে আপনি কিছু সহজ সংক্ষিপ্ত টিউটোরিয়াল বা নির্দেশনা পাবেন । যা আপনার নানা রকম সমাধান দিবে বলে আশাকরি আমাদের প্রোগ্রামিং সংশ্লিষ্ট ব্লক...

৩১.১২.১৮

পাইথন প্রোগ্রামিং

পাইথন ইন্সটল করা এবং ইন্ট্রারপ্রেটার ব্যবহার করে কোডিং করাঃ

১। আপনি python.org ওয়েব থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২। এবার আপনার স্টার্ট ম্যানুর পাইথন ফোল্ডার থেকে IDLE নামক ফাইল ওপেন করে কোডিং শুরু করুন।

যেমন, আপনি প্রথমে প্রিন্ট করা শিখুুন, Bangladesh প্রিন্ট করতে print("Bangladesh") লিখে ইন্টার দিন। দেখুন Bangladesh লিখা প্রিন্ট হয়েছে।

আপনাকে প্রোগ্রামিং শিখতে বেসিক কিছু স্টেপ শিখতেই হবে।

# প্রিন্ট/ আউটপুট প্রকাশ করা
# কিবোর্ড হতে ইনপুট নেয়া
# যোগ বিয়োগ গুন ভাগ করা।
# লুপ,সুইচ-কেস, নেষ্টড কি  এবং কিভাবে কাজ করে
# অ্যারে, স্ট্রিং কি এবং কাজ
# ডাটা টাইপ
# ফাংশন ও মডিউল


সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ  পাইথন প্রোগ্রামিং শিখতে ফ্রি গিটবুকের এই সাইটটি ফলো করতে পারেনঃ  https://python.howtocode.com.bd

অথবা আপনি পাইথনের অফিসিয়াল সাইটের থেকেও শিখতে পারেন এই লিংকের থেকেঃ https://docs.python.org/3.6/tutorial/index.html#the-python-tutorial





তাছাড়া আপনি ভিডিও টিউটরিয়ালের জন্য  ইউটিউবে অনেক সুন্দর সুন্দর টিউটরিয়াল পাবে।[অনেক ভিডিও টিউটরিয়ালের ভেতর হতে না দেখে দু একটা বাছাই করা সম্ভব নয়]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন