Pin post

Why this Blog?

এই ব্লগে আপনি কিছু সহজ সংক্ষিপ্ত টিউটোরিয়াল বা নির্দেশনা পাবেন । যা আপনার নানা রকম সমাধান দিবে বলে আশাকরি আমাদের প্রোগ্রামিং সংশ্লিষ্ট ব্লক...

৩১.১২.১৮

পাইথন ও জ্যাঙ্গো ইন্সটল করা

[Update 2023]

Virtual environment ইনস্টল নিয়ে এই পোষ্টটি দেখুন...

|| This post is for Django version 3, New post will coming with Django Version 4. ||
জ্যাঙ্গো ইন্সটল করতে প্রথমে CMD অথবা Powershell ওপেন করুন। [ CMD অথবা Powershell লিখে স্টার্টম্যানুতে সার্চ করলেই পাবেন।]

আগে নিশ্চিত হোন পাইথন ইন্সটল আছে কিনা...
পাইথন ভার্সন চেক করতে  CMD অথবা Powershell এ py --version লিখে ইন্টারদিন
তখন এরকম ভাবে python 3.7.1 (যে version) আছে দেখাবে। ############ তারপর নিচের কোড টি দিয়ে জ্যাঙ্গো ইন্সটল করে নিন।
 pip install -e django 

 আর আপনার যদি আগের জ্যাঙ্গো ইন্সটল থাকে তাহলে version আপগ্রেড করতে python -m pip install --upgrade pip  লিখে ইন্টার দিন।
##############
ব্লগটি অনেকদিন ধরে আপডেট করা হয়  নাই।
বর্তমানে জ্যাঙ্গো Virtual environment এ ইনস্টল করে কাজ করা হয়।
এতে প্যাকেজের ভার্সন নিয়ে ঝামেলা হয় ন।

Virtual environment ইনস্টল নিয়ে এই পোষ্টটি দেখুন...

এই পোষ্টটা দেখে তেমন কিছু না বুঝলেও জ্যাঙ্গো প্রজেক্ট-১ ব্লগ তৈরী করা পোষ্টটি পড়ার সময় আপনার ঐ পোষ্টে যেতে হতে পারে। কারন Virtual environment ইনস্টল নিয়ে এই পোষ্টটি ভার্সন অনুযায়ী আপডেট হলেও, ব্লগের অন্য পোষ্ট সমূহ আপডেট করা হবে না।
 



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন